রাহাত্তারপুল ও লোহাগাড়ায় করোনার প্রথম হানা, সামরিক হাসপাতালেও একজন

২৬২ নমুনায় পজিটিভ ৪, নোয়াখালীতে ১

চট্টগ্রামে এই প্রথম করোনাভাইরাস শনাক্ত রোগী পাওয়া গেল নগরীর ঘনবসতিপূর্ণ এলাকা রাহাত্তারপুলে। এর আগে পার্শ্ববর্তী উপজেলা সাতকানিয়ায় করোনা আটঘাট বেধে হানা দিলেও লোহাগাড়া উপজেলায় এই প্রথম মিললো করোনা আক্রান্ত রোগী।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের দুই ল্যাবের ২৬২টি নমুনা পরীক্ষায় ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া চারজনের তিনজনই চট্টগ্রামের। একজন নোয়াখালীর জেলার বাসিন্দা। নমুনা পরীক্ষার ৩৫ তম দিনে প্রথমবারের মত লোহাগাড়া উপজেলার পদুয়ায় করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া আরেকজন নগরীর রাহাত্তারপুল এলাকার আমিন আলী রোডের বাসিন্দা। অপরজন চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। শনাক্ত হওয়া রোগীদের দুজন পুরুষ ও একজন নারী।

শুক্রবার (১ মে) ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১৬১টি নমুনা এবং চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১০১টি নমুনা পরীক্ষায় মোট চারজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এছাড়াও একজন পুরাতন রোগীর দ্বিতীয় নমুনা পরীক্ষায় পুনরায় পজিটিভ আসে।

এদিকে, শনাক্ত হওয়া লোহাগাড়া উপজেলার পদুয়ার বাসক পাড়ার ৫১ বছর বয়সী বৃদ্ধ। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক। রাহাত্তারপুলের রোগী আমিন আলী রোডের এক ৩৪ বছরের নারী। অন্যদিকে করোনা পজিটিভ শনাক্ত হলেন চট্টগ্রাম সেনানিবাসে অবস্থিত সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ৫৫ বছরের এক বৃদ্ধ। তিনি অবসরপ্রাপ্ত সেনাসদস্য। দ্বিতীয় দফার পরীক্ষায়ও নমুনা পজিটিভ আসা রোগী উত্তর কাট্টলীর ২৬ বছর বয়সী এক নারী।

গত ২৬ মার্চ থেকে বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শুরু হয়। সিভাসুতে শুরু হয়েছে ২৫ এপ্রিল। দুই ল্যাবে এ পর্যন্ত ৩ হাজার ৪৭৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১২৬ জনের। মারা গেছেন ৬ জন। সুস্থ হয়েছেন ১৭ জন।

আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম জেলার ৭৮ জন। এদের পাঁচজন চট্টগ্রামের বাইরে করোনা নমুনা পরীক্ষায় পজিটিভ আসে। তবে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া লক্ষ্মীপুরের ৪০ জন, নোয়াখালীর আট জন, বান্দরবানের তিন জন ও ফেনীর তিন জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

এসআর/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!