জামায়াতত্যাগী ‘এবি পার্টি’র আত্মপ্রকাশ শনিবার

জামায়াতত্যাগীদের রাজনৈতিক উদ্যোগ এবার ‘এবি পার্টি’ হিসেবে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করছে শনিবার।

রাজধানীর বিজয়নগর এলাকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দল গঠনের বিষয়টি জানানো হবে। নতুন দলের নাম ‘আমার বাংলাদেশ পার্টি’ বা এবি পার্টি।

নতুন এই দলে সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরীকে আহ্বায়ক ও জামায়াত থেকে বহিষ্কৃত শিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মনজুকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

জনআকাঙ্ক্ষার চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক এডভোকেট গোলাম ফারুক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, একবছর আগে আমরা একটি রাজনৈতিক দল গঠনের লক্ষে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ নামে উদ্যোগ গ্রহণ করেছিলাম। একবছর কাজ করে আনুষ্ঠানিক রাজনৈতিক দলের ঘোষণা হবে শনিবার (২ মে)।

তিনি জানান, প্রথমে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা হবে। এরপর মহানগর, জেলা, উপজেলা ও পৌরসভায় কমিটি গঠন করা হবে।

উল্লেখ্য, ২৭ এপ্রিল ২০১৯ রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’। এরপর জামায়াত-শিবির অনলাইনে তাদের বিরোধিতা করলেও ১৯৮২ সালে যেভাবে শিবির ত্যাগী আহমদ আব্দুল কাদের বাচ্চু ও তার অনুসারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছিল, তা মনজুর ক্ষেত্রে হয়নি।

এফএম/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!