ফটিকছড়িতে দুই কিশোর গ্যাংয়ের মারামারি, হাসপাতালের পথে একজনের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিরোধের জেরে দুই কিশোর গ্যাংয়ের মারামারিতে এক কিশোর নিহত হয়েছেন।

শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার নানুপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম নুরুল হক সাইমন (১৮)।

স্থানীয় সূত্র জানায়, ফেসবুকে স্ট্যাটাস নিয়ে বিরোধের জেরে দুপুর ১২টার দিকে নানুপুর বাজারে দু’পক্ষের মধ্যে মারামারি হয়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে কয়েকজন কিশোর আহত হন। তাদের মধ্যে নুরুল হক সাইমন নামে একজনকে নাজিরহাটে একটি হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মারামারিতে জড়িত সবাই প্রায় সমবয়সী কিশোর-তরুণ।

জানা গেছে, ফেসবুকে স্ট্যাটাস নিয়ে নানুপুর বাজারে কথাকাটির একপর্যায়ে মাহফুজুর রহমান রানার সাথে সাইমনদের মারামারি বাঁধে। এ পর্যায়ে সাইমন ও তার দুই বন্ধু ছুরিকাঘাতে আহত হন। তাদের প্রথমে নাজিরহাটস্থ ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সাইমন মারা যান। পরে বাকি দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বলেন, মারামরিতে জড়িতরা কিশোর গ্যাং। সকলেই নাইন টেনের ছাত্র, কয়েকজন সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে। এদের একজনকে আটক করা হয়েছে।

এএস/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!