যৌতুকের জন্য শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৭ এপ্রিল) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন।

মো. পারভেজ সাতকানিয়া উপজেলার চুড়ামনি এলাকার মো. সোলায়মানের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট নিখিল কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি রোকেয়ার সঙ্গে বিয়ে হয় পারভেজের। বিয়ের পরদিন থেকেই যৌতুকের জন্য রোকেয়াকে নির্যাতন করতেন পারভেজ। রোকেয়ার পরিবার থেকে ২ লাখ টাকা পারভেজকে যৌতুক দেওয়া হয়। কিন্তু এরপরও নির্যাতন চলতে থাকে রোকেয়ার ওপর। ওই বছরের ২০ এপ্রিল পারভেজের পরিবার থেকে রোকেয়াকে জানানো হয়, তাদের মেয়ে মারা গেছে। রোকেয়ার পরিবারের লোকজন গিয়ে দেখতে পান, তাদের মেয়ের মরদেহ খাটের ওপর পড়ে আছে। এ ঘটনায় রোকেয়ার বড় ভাই মো. মহিউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দিলে পারভেজের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচার শুরু হয়। সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী মো. পারভেজকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!