মূল্য তালিকার চেয়ে বেশি দামে ডিম বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা পাহাড়তলীতে

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় মূল্য তালিকার চেয়ে বেশি দামে ডিম বিক্রি করছিলেন ডিম ব্যবসায়ীরা। অনেকেরই ছিল না রশিদ।

এই অপরাধে তিন ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ আগস্ট) চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে পাইকারি ডিমের বাজারে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী এবং আব্দুল্লাহ আল মামুন।

তিন ব্যবসায়ী প্রতিষ্ঠান হলো পাহাড়তলী বাজারের মেসার্স শাহজাহান স্টোর, জান্নাত পোল্ট্রি এবং আল-আমিন স্টোর।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, সকল ব্যবসায়ীকে ন্যায্য মূল্য তালিকা প্রদর্শন করতে হবে এবং মূল্য তালিকা অনুযায়ী ডিম বিক্রি করতে হবে। বেশি দামে ডিম বিক্রি করলে তাদের জরিমানা আওতায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!