ভ্রাম্যমাণ আদালত গুঁড়িয়ে দিল দুই ইটভাটা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলাপ্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমান আদালত।

সোমবার (২২ মার্চ) উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিরবিলা এলাকায় দিনভর চলা এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান।

অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটাগুলোতে নেই জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, কিংবা বন বিভাগের ছাড়পত্র ও লাইসেন্স। আশপাশের কৃষি জমি ও পাহাড়ের মাটি দিয়ে পোড়ানো হচ্ছিল ইট। তবে শেষ রক্ষা হলো না।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে মেসার্স বার আউলিয়া ব্রিকস (বিবিএম) ও মেসার্স মহাজন মসজিদ ব্রিকস (এমএমবি) নামের দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া জেলাপ্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান জানান, ‘হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের দুটি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হবে।‘

অভিযানে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আফজারুল ইসলাম, র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

সিএম/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!