ভারতের ভিসা বন্ধে চিকিৎসা নিয়ে উদ্বেগ, পথ খোলা একটিই

করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের পর্যটন ভিসা স্থগিত করেছে ভারত সরকার। কূটনৈতিক, জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থা, চাকরি এবং প্রজেক্ট ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসা স্থগিত থাকবে। এ সিদ্ধান্তের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মেডিকেল ভিসায় ভারতগামী বাংলাদেশিরা।

ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা হঠাৎ ভিসা বন্ধ হয়ে যাওয়ায় বিড়ম্বনা ও উদ্বেগের মধ্যে পড়ে গেছেন। দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে অনেকে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। অনেকে আবার ভারতের বিভিন্ন হাসপাতালের অ্যাপয়েন্টমেন্টও নিয়েছেন। ভারতে অস্ত্রোপচারের জন্যও অনেকের আবার ডাক্তারের পূর্ব নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। ভিসা বন্ধ হয়ে যাওয়ায় চিকিৎসাপ্রার্থী লোকগুলোই সবচেয়ে বেশি অনিশ্চয়তার মুখে পড়ে গেছে।

অত্যন্ত জরুরি ক্ষেত্রে ভারত যেতে হলে ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করার কথা বলা হলেও করোনা ঠেকাতে চিকিৎসার মত জরুরি ক্ষেত্রেও আপাতত ছাড় দিচ্ছে না ভারতীয় হাইকমিশন। গত বুধবার (১১ মার্চ) ভিসা স্থগিতের ঘোষণা দিয়ে ভারত সরকার জানিয়েছিল, যদি কোনো বিদেশি নাগরিককে ’অত্যাবশ্যকীয় কারণে’ ভারতে যেতে হয়, তাহলে তিনি যেন নিকটস্থ ভারতীয় মিশনে যোগাযোগ করেন।

আপাত নিষেধাজ্ঞা সত্ত্বেও অত্যন্ত জরুরি ক্ষেত্রে ভিসার জন্য একটি পথ খোলা রেখেছে ভারতীয় হাইকমিশন। এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, ‘কোনো বিদেশী নাগরিক অনিবার্য কারণে ভারতে যেতে চাইলে [email protected] বা [email protected] এই (ইমেইল) ঠিকানায় ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনে যোগাযোগ করতে পারেন।’

চিকিৎসা, ভ্রমণ, ব্যবসা, শিক্ষা নানা কারণে বাংলাদেশ থেকে প্রতিদিন গড়ে তিন হাজারের বেশি বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করেন। এর মধ্যে ১০ শতাংশের বেশি যান চিকিৎসা নিতে। ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তথ্য অনুযায়ী, চিকিৎসার জন্য ভারতে যাওয়া বিদেশিদের ৪৫ শতাংশই যান বাংলাদেশ থেকে।

গত বছর ১৫ লাখেরও বেশি বাংলাদেশিকে ভারতীয় ভিসা দেওয়া হয়েছে। বর্তমানে বিদেশি পর্যটকের ৬৫.৬১ শতাংশই এখন বাংলাদেশি। ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ ৩০ হাজার ২৮২ বিদেশি ভারত ভ্রমণ করেছেন। এর মধ্যে বাংলাদেশির সংখ্যা ছিল ২৮ লাখ ৭৬ হাজার। ভারতে মোট বিদেশি পর্যটকের ৬৫ দশমিক ৬১ শতাংশ বাংলাদেশি। ভারতে ভ্রমণকারী বিদেশি নাগরিকের সংখ্যার দিক থেকে বাংলাদেশ শীর্ষে আসে ২০১৫ সালে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!