চট্টগ্রামে বিমানের চাকায় সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের চাকায় পাওয়া গেলো ৪৬ পিস স্বর্ণের বার। যার আনুমানিক মূল্য সাড়ে ৩ কোটি টাকা।

মঙ্গলবার (১ ফেব্রয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সন্ধান চালিয়ে স্বর্ণগুলো পাওয়া যায়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এ অভিযানে নেতৃত্ব দেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ জানান, বিমানের একটি পরিত্যাক্ত চাকার সাথে ৪৬ পিস স্বর্ণের বার পাওয়া গেছে। যার ওজন ৫ কেজি ৩৩৫ গ্রাম।

জানা গেছে, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের গ্রান্ড সার্ভিস ইক্যুইপম্যান (জিএসই) এরিয়াতে চাকাটি পড়ে থাকতে দেখা যায়। পরে চাকাটি খুলে দেখা যায়, চাকার রিংয়ের ভিতরে কালো কাগজে মুড়ানো ৪৬ পিস স্বর্ণ।

যা কাস্টমস কর্তৃপক্ষ সরকারের অনুকুলে জব্দ করেন।

তবে, এ বিষয়ে কোন কর্মকর্তা বা কারও সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এএস/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!