বিমানযাত্রীর লাগেজে ৩২১ কার্টন সিগারেট, মোবাইলে স্বর্ণের বার

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে পাওয়া গেল ৩২১ কার্টন সিগারেট ও একটি স্বর্ণের বার।
বুধবার (১১ ডিসেম্বর) জেদ্দা থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটের দুই যাত্রী থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ওই ফ্লাইটে আসা ফটিকছড়ি উপজেলার মো. আরমানের লাগেজ থেকে ৭২ কার্টন ডানহিল ও ১৪৪ কার্টন ইজি লাইট ব্রান্ডের সিগারেট পাওয়া যায়।

শরীর তল্লাশির সময় মোবাইলের ব্যাটারির জায়গায় লুকানো অবস্থায় একটি ২৪ ক্যারেটের স্বর্ণের বার পাওয়া যায়।

অপর এক যাত্রীর লাগেজে পরিত্যক্ত অবস্থায় ২০ কার্টন ডানহিল ও ৮৬ কার্টন ইজি লাইট ব্রান্ডের সিগারেট পাওয়া গেছে।

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের কাস্টমসের উপকমিশনার রিয়াদুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে জানান, আটক যাত্রীদের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এএস/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!