বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের চন্দনাইশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

পরে হামদ, নাত ও প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

বিশ্বিবদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ জিয়া উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এএফএম আওরঙ্গজেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক এবিএম আবু নোমান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বয়ান পেশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. হুমায়ুন কবির।

আলোচনায় তিনি বলেন, ‘আমাদের বিশ্বনবী (স.) দুনিয়া ও আখেরাতের সাক্ষী। দুনিয়ার স্বাক্ষী দ্বারা উদ্দেশ্য হলো যেসব বিষয় অদৃশ্য, তিনি সেসব বিষয়ের সত্যায়ন করছেন। আর পরকালের সাক্ষী বলতে তিনি আমাদের আমলের জন্য সাক্ষ্য দেবেন।’

তিনি আরও বলেন, ‘রাসূল (সা.) এর জীবন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবনাচরণ অনুসরণের মাধ্যমে আমাদের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি রযেছে।’

এমআইটি/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!