হালদায় নৌকাসহ ৫ হাজার মিটার ঘেরাজাল জব্দ

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় ফের অভিযান চালিয়েছে হাটহাজারী উপজেলা প্রশাসন। এ সময় পাঁচ হাজার মিটার ঘেরাজাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

সোমবার (৩১ অক্টোবর) রাত ৯টা থেকে ১টা পর্যন্ত হালদা নদীর একাধিক পয়েন্টে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট থেকে শুরু করে নাঙ্গলমোড়া বাজার পর্যন্ত অভিযান পরিচালনা করে হাটহাজারী উপজেলা প্রশাসন। এ সময় ৯টি ঘেরাজাল জব্দ করা হয়। যার পরিমাণ প্রায় ৫ হাজার মিটার। এছাড়া একটি জাল বসানোর নৌকা জব্দ করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘হালদা নদীতে রেনু ও মা মাছ রক্ষার জন্য যেকোনো জাল দিয়ে মাছ শিকার নিষিদ্ধ। আমাদের উপজেলা প্রশাসন থেকে নিয়মিত এ বিষয়ে প্রচারণা করা হয়। তারপরও কিছু মানুষ অবৈধভাবে জাল দিয়ে মাছ শিকার করে। ফলে নদীর মা ও ডলফিন মাছের ক্ষতি হয়।

হালদা নদীর মা-মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

গড়দুয়ারার ইউপি সদস্য ইস্কান্দারের কাছে জব্দ করা ১টি জাল ও ১টি নৌকা, ছিপাতলী ইউপি সদস্য বেলাল আহমেদের কাছে ৭টি জাল ও নাঙ্গলমোড়া ইউপি চেয়ারম্যানের কাছে ১টি জাল জমা দিয়েছেন ইউএনও।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!