হালিশহরে ভবনে পানি জমে থাকায় ২ মালিককে জরিমানা

ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে অভিযান অব্যাহত রেখেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ নভেম্বর) হালিশহর হাউজিং এস্টেট (এইচ ব্লক) এলাকায় অভিযান চালিয়ে দুই নির্মাণাধীন ভবনের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দু’জনকে সাত হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

জানা গেছে, নির্মাণাধীন দুই ভবনের নিচে এডিস মশা বংশ বিস্তারে উপযোগী পানি জমে ছিল। এজন্য তাদের জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, ডেঙ্গু প্রতিরোধে মঙ্গলবার হালিশহর হাউজিং এস্টেট এলাকার বিভিন্ন বাসাবাড়ির ছাদবাগান ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। এ সময় দুটি নির্মাণাধীন ভবনে এডিস মশার বংশ বিস্তারে উপযোগী জমাট পানির উৎস পাওয়ায় ভবন মালিকদের জরিমানা করা হয়।

এডিস মশার বংশবিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালিত হবে বলে জানান তিনি।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!