বাংলাদেশ ব্যাংকের অনলাইন জটিলতায় থমকে গেল চট্টগ্রাম কাস্টমসের শুল্কায়ন

চট্টগ্রাম কাস্টমস হাউজের আমদানি ও রপ্তানির শুল্কায়নের কাজ থমকে আছে। বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকেল থেকে দাখিল করা যাচ্ছে না বিল অব এক্সপোর্ট। এতে পণ্যের অর্ডারও বাতিল হওয়ার শংকা দেখা দিয়েছে ব্যবসায়ীদের মাঝে।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে রফতানির ডাটা জাতীয় রাজস্ব বোর্ডের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে না আসায় বিল অব এক্সপোর্ট দাখিল করা যাচ্ছে না। ফলে বিল অব এন্ট্রির সি নং দেওয়া যাচ্ছে চালানের কপিতে।

কাস্টমস ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, সমস্যাটি সৃষ্টি হয়েছে বাংলাদেশ ব্যাংকের অনলাইন সিস্টেমে। সেখান থেকে তথ্য সরবরাহ হচ্ছে না কাস্টমসের সিস্টেমে। এতে থমকে যায় কাস্টমসের কাজ।

বিজিএমইএ চট্টগ্রামের পরিচালক অঞ্জন দাস চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘রফতানি ও আমদানি কাজের শুল্কায়নের জন্য কাস্টমসের বিশেষায়িত সফটওয়ার অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে বাংলাদেশ ব্যাংক থেকে সব তথ্য আসে। এর উপর ভিত্তি করে রাজস্ব আদায় হয়ে থাকে। বাংলাদেশ ব্যাংক থেকে অনলাইনে কাস্টমসের সিস্টেমে তথ্য আসার পর কাস্টমসে বিল এন্ট্রি হয়। সেখান থেকে শুল্কায়ন শেষে ও যাবতীয় ছাড়পত্রের মাধ্যমে হয় আমদানি ও রফতানি।

তিনি বলেন, ‘চট্টগ্রামে একদিন দেরি হয়ে গেলে সেটি আমাদের রফতানির উপর প্রভাব পড়বে। সময়ের পার্থক্য হয়ে যাবে সিঙ্গাপুর ও মালয়েশিয়াতে। ওখানে শিপিং লাইনের সিডিউল ধরতে না পারলে পণ্যের অর্ডারও বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। ফলে যে কোন সমস্যা যত দ্রুত সমাধান করা যায় তত মঙ্গল।’

কাস্টম হাউসের কমিশনার মো. ফখরুল আলম বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের রফতানির ডাটা অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে চলে আসে। ব্যাংক থেকে এসব তথ্য না আসায় আমরা কাজ করতে সমস্যার সম্মুখীন হচ্ছি। সেটি কাস্টমসের সফওয়ারের কোন সমস্যা নয়।’

তিনি বলেন, ‘বৃহস্পতিবার বিকেল থেকে ডাটা না আসায় কাজে বিঘ্ন ঘটে। তবে বাংলাদেশ ব্যাংকের একটি টিম কাজ শুরু করেছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে।’

সিঅ্যান্ডএফ এজেন্ট সরওয়ার আলম বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের ডাটা না আসায় রফতানির চালানের পেপার ওয়ার্কে সমস্যা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক শুক্রবার (১০ জুলাই) সকালে আগের দিনের চালানগুলোর কিছু ডাটা ম্যানুয়ালি সরবরাহ করেছে। তবে অনলাইনে সমস্যাটি সৃষ্টি হচ্ছে।’

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!