বাংলাদেশ বিমানের সিটের নিচে ১০ কোটি ৫০ লক্ষ টাকার স্বর্ণের বার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি১৪৮ ফ্লাইটের সিটের নিচ থেকে স্বর্ণের চালান আটক করা হয়েছে। এ চালানে ছিল ১৬০টি স্বর্ণের বার।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বিমানবন্দর কাস্টমস ও এনএসআই টিম গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ উদ্ধার করে।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রোকসানা খাতুন জানান, বিজি১৪৮ ফ্লাইটের সিটের নিচে প্লাস্টিকের ব্যাগে ১৬০টি স্বর্ণের বার পাওয়া গেছে। যার বাজারমূল্য ১০ কোটি ৫০ লক্ষ টাকা। এসব স্বর্ণের বার পাচারের পেছনে কে বা কারা জড়িত থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে। চালান জব্দের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!