বন্দর-পতেঙ্গার ভোটকেন্দ্রে পুরুষের চেয়ে নারী বেশি

চট্টগ্রামের বন্দর ও পতেঙ্গা এলাকায় পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বন্দর ও পতেঙ্গা এলাকার বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে এ চিত্র।

দক্ষিণ পতেঙ্গা ফুলছড়ি পাড়া হাফেজ মোবারক আলী শাহ সরকারী বিদ্যালয়ে দেখা গেছে, পুরুষের লাইনে ভোটারের উপস্থিতি একেবারেই কম। তবে নারীর লাইনে ভিড় দেখা গেছে।

ভোট দিতে লাইনে দাঁড়ানো কয়েকজন নারী জানান, ঝামেলামুক্ত পরিবেশে ভোট দিতেই আমরা সকালে কেন্দ্রে এসেছি।

দক্ষিণ পতেঙ্গা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টায় মহিলা ভোটার উপস্থিতি দেখা গেছে। এ কেন্দ্রে মোট ভোটার ৬ হাজার ৮০০ জন। সব মিলিয়ে প্রায় ৩০০ ভোট পড়েছে কেন্দ্রটিতে।

পতেঙ্গা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়েও নারীদের দেখা গেছে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে।

এনইউএস/আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!