চট্টগ্রামে ‘ভয়’ দেখাচ্ছে বিএনপি, পুলিশ-বিজিবিকে মারল ইট

চট্টগ্রামের ভোটগ্রহণ শুরুর আধঘণ্টার মধ্যে চান্দগাঁওয়ে বিএনপির সঙ্গে বিজিবি ও পুলিশের সংঘর্ষ হয়েছে। পরে ওই এলাকার নারীদের বাধার মুখে পিছু হাঁটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় চান্দগাঁওয়ের মৌলভী পুকুর পাড় এলাকায় এ সংঘর্ষ হয়।
চট্টগ্রামে ‘ভয়’ দেখাচ্ছে বিএনপি, পুলিশ-বিজিবিকে মারল ইট 1
ভোট দিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার বলেন, চান্দগাঁও মৌলভী পুকুর পাড় এলাকায় ভোট শুরুর কিছুক্ষণ পর বিএনপির নেতাকর্মীরা ভোট দিতে বাধা দেয় ভোটারদের। এ সময় বিজিবি সদস্যরা এলে বিএনপিকর্মীরা তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এরপর ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ওপরও চলে ইট-পাটকেল নিক্ষেপ।

তিনি বলেন, এরপর সড়কে আগুন জ্বালিয়ে দেয় বিএনপিকর্মীরা। পুলিশ ও বিজিবি তাদের ধাওয়া দিলে ওই এলাকায় কিছু মহিলা তাদের বাধা দেয়। ফলে বিএনপি নেতাকর্মীদের আটক করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে চাঁদগাঁও থানার তদন্ত পরিদর্শক মো. সবেদ আলী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ভোট শুরুর পর কিছু লোক কেন্দ্রের আশপাশে গণ্ডগোল করছিল। সঙ্গে ইট-পাটকেল নিক্ষেপ করছিল। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!