বন্দরের ৮৭ কোটি টাকা না দিয়ে ঘোরাচ্ছে কাস্টমস

চট্টগ্রাম কাস্টমস হাউসের কাছে বন্দর কর্তৃপক্ষের পাওনা রয়েছে প্রায় ৮৭ কোটি টাকা। এ টাকা পরিশোধ করার জন্য বন্দর কর্তৃপক্ষ বারবার চিঠি দিলেও কাস্টমস হাউস সেই টাকা পরিশোধ করছে না। ফলে দীর্ঘ সময় ধরে অনাদায়ী রয়ে গেছে টাকাটা।

চট্টগ্রাম বন্দরে যেসব কনটেইনার নিলাম হয়, নিলাম হওয়া সেই কনটেইনারের স্টোররেন্ট পরিশোধ করতে হয় কাস্টমস হাউসকে। কারণ নিলামযোগ্য কনটেইনারগুলোর পণ্য নিলামে তুলে বিক্রি করে কাস্টমস হাউসের নিলাম শাখা। এতে নিলাম হওয়া সব কনটেইনারের ভাড়া বন্দর কর্তৃপক্ষকে পরিশোধ করতে হয় কাস্টমসের নিলাম শাখাকে। কিন্তু কয়েক যুগ ধরে এই ভাড়া না দিতে না দিতে বর্তমানে প্রায় সাড়ে ৮৭ কোটি টাকা পাওনা হয়ে গেছে বন্দর।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম কাস্টমস হাউসের কাছে মোট ৮৬ কোটি ৫৭ লাখ ১৫ হাজার টাকা পাওনা রয়েছে বন্দর। এ টাকা পরিশোধের জন্য তাগাদা দিয়ে বহুবার চিঠিও দেওয়া হয় কাস্টমস হাউসকে। কিন্তু পাওনা ওই টাকা আর কমে না। উল্টো দিন দিন বাড়তে থাকে পাওনার অর্থ।

চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখার ডেপুটি কমিশনার ফরিদ আল মামুন বলেন, ‘বিষয়টি এমন নয় যে, আমরা বন্দরের পাওনা দিচ্ছি না। এটি সরকারের কাছে সরকারের পাওনা। কারণ দুটিই সরকারি প্রতিষ্ঠান। হিসাব-নিকাশের সুবিধার জন্য প্রত্যেক প্রতিষ্ঠানই নিজ নিজ টাকা দাবি করে।’

তিনি বলেন, ‘প্রত্যেক নিলাম থেকেই বন্দরের পাওনা পরিশোধ করা হচ্ছে। প্রায় প্রতি মাসে কাস্টমস থেকে টাকা পরিশোধ করা হয় বন্দরের কাছে। কারণ নিলাম হওয়া পণ্যের কনটেইনারগুলোর যাবতীয় চার্জ বন্দরের প্রাপ্য। আর পণ্যের মূল্য কাস্টমসের প্রাপ্য। কয়েক যুগ থেকেই ওই টাকা বাকি পড়ে আছে। তবে আমরা টাকা পরিশোধের জন্য কর্মকর্তা পর্যায়ে বৈঠকের ব্যবস্থা করবো। বন্দরের সাথে আলাপ আলোচনা চলছে।’

কাস্টমসের এই ডেপুটি কমিশনার বলেন, ‘কাস্টমস হাউস একটি সিদ্ধান্তে উপনীত হতে যাচ্ছে— সেটি হলো এখন থেকে কোনো নিলামে বন্দরের বকেয়া আর রাখা হবে না। নিলামের সাথে সাথেই বন্দরের পাওনাও পরিশোধ করা হবে।’

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমাদের পাওনার জন্য আমরা কাস্টমসকে চিঠি দিই। এটি সরকার টু সরকার পাওনা। তবুও নিয়ম রক্ষার্থে চিঠি দিতে হয়। যদিও প্রতিমাসের নিলাম থেকে প্রাপ্ত টাকা পরিশোধ করা হয়। এরপরও থেকে গেছে বড় অংকের একটি টাকা।’

এএস/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!