বসতভিটা বিরোধে আহত যুবককে চট্টগ্রাম মেডিকেলে এনেও বাঁচানো গেল না

কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী জাগিরঘোনা এলাকায় বসতভিটা নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল এক যুবকের। এ ঘটনায় ঘাতকসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

নিহত যুবকের নাম মনোয়ার কায়সার রুবেল (৩২)। সে জাগিরঘোনা মধুয়ার ডেইল বাজার এলাকার জাফর আলমের ছেলে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবেল।

স্থানীয়রা জানান, চলাচলের রাস্তা ও বসতভিটা নিয়ে একই এলাকার মো. আলমের সাথে বিরোধ চলে আসছিল রুবেলের। বিরোধের বিষয়টি মহেশখালী থানার এসআই নুরুল হকের তদন্তাধীন ছিল। কিন্তু বুধবার মাগরিবের পর নিজ বাড়ির উঠানে নলকূপ থেকে পানি আনতে গেলে অতর্কিত রুবেলের উপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। এতে গুরুতর আহত অবস্থায় রুবেলকে প্রথমে মহেশখালী হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৭টায় মারা যান আহত রুবেল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর জানান, মূলত বসতভিটার বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িত ঘাতকসহ ২ মহিলাকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিক আটকদের নাম জানাতে পারেননি ওসি।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!