ফটিকছড়িতে যুবলীগের সড়ক অবরোধ

ফটিকছড়িতে যুবলীগের সড়ক অবরোধ 1ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে এক যুবলীগ নেতাকে আটকের প্রতিবাদে শুক্রবার সকাল থেকে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক অবরোধ করেছে স্থানীয় যুবলীগ নেতা-কর্মীরা।

আটক হওয়া যুবলীগ নেতার নাম এমাজ উদ্দিন জ্যাম। বৃহস্পতিবার রাতে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দুই রাউন্ড গুলিসহ নিজ বাড়ি থেকে জ্যামকে আটক করে ফটিকছড়ি থানা পুলিশ।

এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে উপজেলার নাজিরহাট ঝংকার মোড় থেকে উপজেলা সদরের বিবির হাট বাসস্টেশনসহ বিভিন্ন স্পটে ব্যারিকেড দেয় যুবলীগ কর্মীরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ভুক্তভোগী যাত্রীরা জানান, নাজিরহাটে ব্যারিকেডের কারণে নয়াহাট থেকে যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, জ্যামকে আটকের প্রতিবাদে যুবলীগ নেতা-কর্মীরা রাস্তায় ব্যারিকেড দিয়েছে। আমরা ব্যারিকেড সরানোর চেষ্টা করছি।

ওসি জানান, রাতে জ্যামকে নিজ বাড়ি থেকে পুলিশ আটক করে। এ সময় তার ঘরে দুই রাউন্ড গুলি পাওয়া গেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!