ফটিকছড়িতে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৬টি দোকান

ফটিকছড়িতে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৬টি দোকান 1ফটিকছড়ি প্রতিনিধি : উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের শান্তিরহাট বাজারে ভয়াবহ এক অগ্নিকান্ডে ৬ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১১ জুলাই) দিবাগত রাত দেড় টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ১২ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড় টায় ওই বাজারে আগুনের লেলিহান শিখা জ্বলতে দেখে দোকানদার ও এলাকাবাসি ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। ততক্ষণে পাশ্বর্তি আলী হোসেনর মুদির দোকান, শামসুল আলমের কাপড় ও জুতার দোকান, বৈরাগির চা দোকান, মুহাম্মদ জহুর মেম্বারের ফারনিসার দোকান, মীর আহম্মদের চা দোকান, মো: সরোয়রে কাপড়ের দোকান, বাঁশ-কাট, অর্ধ পাকা, বেড়ারও টিন শাটের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে আসবাপত্র , মালামাল, নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ কাগজ কিছুই বের করতে পারেননি ভুক্তভুগিরা। তবে, কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে। ধারণা করেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী মুহাম্মদ রাকির বলেন, আগুনের তিব্রতা বেশি হওয়াতে প্রাণপন চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে এক ঘন্টা পরে স্থানীয় লোকজনসহ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।’
অগ্নিকান্ডের খবর পেয়ে ফটিকছড়ি উপজেলার দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তারা দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা (এস.ও) পুলক কান্তি সরকার বলেন, আমরা ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করছি। ঘটনাস্থলে আশে-পাশে ৬টি দোকান অগ্নিকান্ড হতে উদ্ধার করি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!