টেকনাফে ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিক আটক

টেকনাফে ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিক আটক 1টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের সদর ইউপির দক্ষিণ জালিয়াপাড়া থেকে ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি।

সোমবার গভীর রাতে জালিয়াপাড়ার লবণ মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য আনুমানিক ৩ কোটি ৩০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি কর্মকর্তারা।

আটকরা হলেন- মিয়ানমারের মংডু থানার সুধাপাড়া গ্রামের আবুল বশরের ছেলে মোহাম্মদ আয়াত (২০) ও একই এলাকার মৃত মকবুল আহমদের ছেলে মো. মামুনুল (২৫)।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এস এম আরিফুল ইসলাম জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান টেকনাফের জালিয়াপাড়া দিয়ে প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় বিজিবি।

এসময় লবণ মাঠের উপর দিয়ে দুইজন লোক কাপড় মোড়ানো অবস্থায় যাচ্ছিলে। তখন তাদের সন্দেহ হলে তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে তাদের কাপড় মোড়ানো পিটের মধ্যে এসব ইয়াবা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে পৃথক ধারায় দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!