প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে আওয়ামী লীগের জনসভা

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ‘পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করে দিয়ে বিশ্ব ব্যাংকের পরিচালক বলেছিলেন, বাংলাদেশ কখনো পদ্মা সেতু তৈরি করতে পারবে না। সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বলেছিলেন, নিজেদের অর্থে পদ্মা সেতু করবো। সে পদ্মা সেতু বিশ্ববাসী করে দেখিয়েছেন তিনি।’

বৃহস্পতিবার (২৩ জুন) স্টেশন রোডের পুরাতন রেলওয়ে স্টেশনের মাঠে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় এসব কথা বলেন আ জ ম নাছির উদ্দিন।

তিনি বলেন, ‘টানা তিনবারের আওয়ামী লীগের আমলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। জননেত্রী শেখ হাসিনা সুদৃঢ় নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বাংলাদেশ বিশ্বের কাছে অর্থনৈতিক বিস্ময় হিসেবে পরিচিতি পেয়েছে।’

বঙ্গবন্ধুর নেতৃত্বে বিশ্বের অন্যতম শক্তিশালী পাক সেনাবাহিনীকে হারিয়ে দেশ স্বাধীন হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তান আমলেও নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে। বঙ্গবন্ধুর লক্ষ্য শুধু পতাকার পরিবর্তন ছিল না, বঙ্গবন্ধুর লক্ষ্য শুধু রাজনৈতিক মুক্তি নয়, এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করা ছিল মূল লক্ষ্য। স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করার ফলে সেই লক্ষ্য পূরণ হয়নি। আজ বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে।’

সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহসভাপতি নইম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সুনীল সরকার, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী, কোষাধ্যক্ষ আবদুস সালাম, আইন সম্পাদক ইফতেখার সাইমুল।

বিকাল ৩টায় শুরু হওয়া এই সভায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড, ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে যোগদান করেন।

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!