পেকুয়ায় সীমানা বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষ, আহত-১৪

পেকুয়ায় সীমানা বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষ, আহত-১৪ 1নিজস্ব প্রতিনিধি, পেকুয়া : পেকুয়ায় সীমানা বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১৪ জন আহত হয়েছে। ঘটনার পরে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শুক্রবার (১৮আগস্ট) সকালে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের জালিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, একই এলাকার মৃত নুরুল হকের পুত্র মফিজ, রফিক উদ্দিনের স্ত্রী কাউছার বেগম, নুরুল হকের পুত্র কবির আহমদ, বাদশা মিয়ার পুত্র নুরুল আজিম, মো: হোছনের পুত্র নাজেম উদ্দিন, বাদশা মিয়ার পুত্র ইলিয়াছ, তাদের ভাতিজী জামাই বারাইয়াকাটা এলাকারর জহির ইসলামের ছেলে জুনাইদ, আব্দু ছত্তারের পুত্র দুলা মিয়া, তার পুত্র হারুন বাদশা, বেলাল, বারেক ,নবী হোছনের পুত্র ফোরকান, মৃত ইছহাক মিয়ার পুত্র কাশেম, দুলা মিয়ার মেয়ে রেহেনা বেগম, আহতদের মধ্যে বেলাল উদ্দিনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চমেকে রেফার করা হয়েছে।

আহতদের এক পক্ষের রফিক উদ্দিন অভিযোগ করে বলেন, সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে দুলা মিয়া গং দেশীয় অস্ত্রসত্র নিয়ে পরিকল্পিত ভাবে বসত বাড়িতে ডুকে তাদের উপর হামলা চালায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগতভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ।

 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!