পিসি রোড বঙ্গবন্ধু ম্যুারাল স্থাপনের জায়গা পরিদর্শন করলেন সিটি মেয়র

নগরীর পোর্ট কানেকটিং রোড এলাকার বড়পুল জংশন ত্রিমুখী সড়ক দ্বীপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুারাল স্থাপনের জায়গা পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম.নাছির উদ্দীন।

সোমবার (১০ জুন) বিকেলে জায়গটি পরিদর্শনকালে মেয়র সংশ্লিষ্ট প্রকৌশলীকে জরুরী ভিত্তিতে বঙ্গবন্ধু ম্যুারাল স্থাপনের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করার নির্দেশ দেন।

উল্লেখ্য, চসিক ৪৬ তম সাধারণ সভায় নিমতলা থেকে অলংকার মোড় পর্যন্ত ৫ দশমিক ৭ কিলোমিটার দৈর্ঘ্যের ১২০ ফুট প্রশস্থ সড়কটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা এবং বড়পুল জংশনে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

এর আগে মেয়র আগ্রাবাদের বেপারী পাড়া কাচাঁ বাজার পরিদর্শন করেন। বেপারী পাড়ায় চসিকের নিজস্ব জায়গার উপর বহুতল বিশিষ্ট একটি স্থায়ী কাঁচা বাজার নির্মাণের ঘোষণা দেন মেয়র।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর এইচ এম সোহেল, প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার,টিআইসির পরিচালক আহমেদ ইকবাল হায়দার,চসিক প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম ও রাজনীতিক হাজী বেলাল আহমদ।

আরএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!