পাহাড়ধসে ভাইবোনের মৃত্যু চকরিয়ায়, ২ রোহিঙ্গা মাটিচাপা উখিয়ায়

ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসের পৃথক ঘটনায় ভাইবোন ও দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

সোমবার (৭ আগস্ট) বিকালে চকরিয়া উপজেলার
বরইতলী ইউনিয়ন ও উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।

চকরিয়ায নিহত দুই শিশু হলো ৫ বছর বয়সী সাবির এবং ১ বছর বয়সী তাবাবসুম। তারা সম্পর্কে ভাইবোন।

এছাড়া উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মারা যাওয়া দু’জন হলেন জান্নাত আরা (২৮) ও দুই বছর বয়সী মাহিম আক্তার।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান জানান, এক সপ্তাহ ধরে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সোমবার
বিকালে বরইতলী ইউনিয়নে দুর্গম পাহাড়ি এলাকায় আনোয়ার হোসেনের ঘরের দেয়ালে পাহাড় ধসে পড়ে। এতে তার ৫ বছর বয়সী ছেলে সাবির ও ১ বছর বয়সী মেয়ে তাবাবসুম চাপা পড়ে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

একইদিন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯-এ পাহাড়ধস হয়েছে। এতে মাটিচাপা পড়ে দু’জন নিহত হয়েছেন।

বিকাল সাড়ে ৫টার দিকে ক্যাম্প- ৯-এর এ/৬
ব্লকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত দুজন ক্যাম্প-৯-এর এ/৬ ব্লকের জান্নাত আরা (২৮) ও দুই বছর বয়সী মাহিম আক্তার।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপ-অধিনায়ক এসপি ফজলে রাব্বী। তিনি জানান, বিকাল সাড়ে ৫টার দিকে পাহাড় ধসে পড়ে। খবর
পেয়ে ফায়ার সার্ভিস ও এপিবিএন সদস্যরা মাটিচাপা পড়া অবস্থা দু’জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!