পর্যটককে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে ফটোগ্রাফার আটক কক্সবাজারে

কক্সবাজারে পর্যটক হয়রানির অভিযোগে মো. ইউনুস নামের এক ফটোগ্রাফারকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

রোববার (১৭ জুলাই) সকালে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। তার ফটোগ্রাফ পোশাক নম্বর ৫৯২।

ভুক্তভোগী পর্যটক সিফাত মাহমুদ বলেন, ‘গত ৯ জুলাই স্ত্রীসহ সুগন্ধা সৈকতে যাই। ওখানে এক ক্যামেরাম্যান অনেক অনুরোধ করেন ছবি তোলার জন্য। এরপর আমরা কয়েকটা ছবি তুলি। কথা ছিল সব মিলে ৩০-৪০টা ছবি আমরা নেবো। কিন্তু তিনি ২৫০টা ছবি তোলেন। যার বিল করেন ৮০০ টাকা। যখন আমি অতিরিক্ত ছবি নিতে অস্বীকৃতি জানাই তখন ওই ফটোগ্রাফার হুমকি-ধমকি দিতে শুরু করেন। তখন আমি বাধ্য হয়ে টাকা দিয়ে চলে আসি।’

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ‘শনিবার আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এক ভুক্তভোগী তার অভিযোগ দেন। সঙ্গে সঙ্গে ট্যুরিস্ট পুলিশের একটি টিম অভিযুক্ত ফটোগ্রাফারকে আটক করে।’

তিনি আরও বলেন, ‘মূলত ফটোগ্রাফারদের লাইসেন্স দেয় জেলা প্রশাসন। আমাদের কাছে কোনো ডাটাবেজ থাকে না। যার কারণে দ্রুততম সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। আমরা ডাটাবেজ করার উদ্যোগ নিয়েছি। শিগগির ডাটাবেজের কাজ শেষ হবে। আমরা ফটোগ্রাফারদের প্রশিক্ষণের ব্যবস্থা করবো। আশা করি তখন এরকম অভিযোগ থাকবে না।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!