নৈতিক অবক্ষয় থেকে শিক্ষার্থীদের বাঁচাতে বুদ্ধিভিত্তিক পদক্ষেপ নিতে হবে

নৈতিক অবক্ষয় থেকে শিক্ষার্থীদের বাঁচাতে বুদ্ধিভিত্তিক পদক্ষেপ নিতে হবে 1শিক্ষার্থীদের সামনে আজ আমরা কোন আদর্শ রাখতে পারছি না। মেধাবী শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে কিন্তু প্রকৃত জ্ঞান চর্চা ও যথার্থ শিক্ষা অর্জন হচ্ছে না। শিক্ষার্থীরা আজ নানাধাপে শুধু পরীক্ষাই দিচ্ছে। পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও প্রকৃত শিক্ষার্থী বাড়ছে না। এই খুবই উদ্বেগজনক। বক্তারা বলেন, নৈতিক অবক্ষয় থেকে শিক্ষার্থীদের বাঁচাতে বুদ্ধিভিত্তিক পদক্ষেপ নিতে হবে। বক্তারা মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি মেধা মননের বিকাশে পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন লেখক সাহিত্যিকদের বই পড়ার প্রতি মনযোগী হওয়ার আহ্বান জানান। শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা কর্ণফুলী জোনের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগর উত্তর আওতাধীন কর্ণফুলী জোনের আয়োজনে গতকাল ১৯ মে শুক্রবার বিকাল ৩টায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা’১৬ এর পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠান কর্ণফুলী এজে চৌধুরী ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ কর্ণফুলী জোন সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মুছা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগর উত্তর উপদেষ্টা ও সংগঠক আলহাজ্ব মুহাম্মদ নঈম উল ইসলাম। প্রধান বক্তা ছিলেন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি কেন্দ্রীয় সদস্য সচিব জামাল উদ্দিন রব্বানী। বিশেষ বক্তা ছিলেন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি চট্টগ্রাম মহানগর উত্তর সমন্বয় কমিটির উপ-সমন্বয়ক সংগঠক মুহাম্মদ মিজানুর রহমান। শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ কর্ণফুলী জোনের সাধারণ সম্পাদক এইচ.এম ফরিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাবিবুল মোস্তফা ছিদ্দিকী, বশির আহম্মদ চৌধুরী, কফিল উদ্দিন হামিদী, রিদুয়ান হোসেন তালুকদার পাপ্পু, মুহাম্মদ আবদুল করিম। পুরস্কার বিতরণী অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ কুতুব উদ্দিন, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ আবদুস সাত্তার, মুহাম্মদ আরাফাত উদ্দিন প্রমুখ।  প্রেস বিজ্ঞপ্তি  ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!