নারীদেরও দক্ষতার সাথে কাজ করতে হবে: রুহুল আমীন

নারীদেরও দক্ষতার সাথে কাজ করতে হবে: রুহুল আমীন 1

প্রতিদিন ডেস্ক :চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন বলেন, পুরুষের পাশাপাশি নারীদেরও দক্ষতার সাথে এগিয়ে যেতে হবে । কেননা, দেশের জনসংখ্যার প্রায় অর্ধাংশ নারী। এ বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়।
তিনি মঙ্গলবার (২ মে) “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” সংক্রান্ত প্রেস কনফারেন্সে এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার আরো বলেন, দেশের সার্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতি প্রদানের মাধ্যমে নারীদেরকে আত্মশক্তিতে উজ্জীবিত ও অনুপ্রাণিত করার লক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রম ২০১৩ সাল থেকে শুরু হয়।
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা ৩ মে (বুধবার) নগরীর এজিইডি ভবন ষোলশহরে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. শিরিন আক্তার, মহাপরিচালক মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!