৮ মে ইমামে আ’যম কনফারেন্স

৮ মে ইমামে আ’যম কনফারেন্স 1আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর ওলামায়ে কেরামের সংগঠন রাবেত্বায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের সদস্য সচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্ব মাওলানা ইকবাল হোসাইন আলকাদেরী বলেন, সুন্নীয়তের শ্বাশত দর্শন প্রচারে ইমামে আ’যম (রহ.)’র ভূমিকা অতুলনীয়। এই মহা মনীষীর জীবনচর্চা ও কর্মনীতি বাস্তবায়নে মানব জাতির মুক্তি নিহিত। বর্তমান মুসলিম বিশ্বে ৭০ ভাগ মুসলমান হানাফী মাযহাবের অনুসারী। কারণ ইমাম আবু হানিফা (রহ.) তাঁর মাযহাবে কুরআন ও সুন্নাহর আলোকে ইসলামের মৌলিকত্ব ফুটিয়ে তুলেছেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার অযৌক্তিকভাবে কওমীদের যে সনদ স্বীকৃতি দিয়েছেন তা অবিলম্বে বাতিলের জোর দাবি জানান। কারণ সংস্কার ও নিয়ন্ত্রণ ছাড়া কাওমী সনদের স্বীকৃতি একটি আত্মঘাতী সিদ্ধান্ত বটে।
সোমবার বিকেলে সংগঠনের কার্যালয়ে আগামী ৮ মে সোমবার বেলা ২টা হতে চট্টগ্রাম মুসলিম হলে ইমাম আ’যম কনফারেন্স সফল করার লক্ষে এক প্রস্তুতি সভায় উপরোক্ত মন্তব্য করেন। শায়ের মুহাম্মদ মাছুমুর রশীদ কাদেরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাওলানা সৈয়দুল হক সাঈদ কাজেমী, মোক্তার আহমদ রজভী, মাওলানা সোহাইল আনসারী, মাওলানা আবদুল খালেক আলকাদেরী, মাওলানা হাফেজ গোলাম কিবরিয়া, মাওলানা আবু কায়সার আলকাদেরী, মাওলানা নুর মুহাম্মদ আলকাদেরী, মাওলানা আবুল কাশেম তাহেরী, মাওলানা রাশেদুল ইসলাম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!