নাইক্ষ্যংছড়িতে টেকনিক্যাল স্কুলের ভিক্তিপ্রস্তর স্থাপন

নাইক্ষ্যংছড়িতে টেকনিক্যাল স্কুলের ভিক্তিপ্রস্তর স্থাপন 1
Exif_JPEG_420

মোঃ ইউনুছ, নাইক্ষ্যংছড়ি : দেশের বাছাইকৃত একশোটি উপজেলায় টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠার অংশ হিসেবে বান্দরবানের একমাত্র স্কুলটি প্রতিষ্ঠা হচ্ছে নাই্যংছড়িতে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি শনিবার সকালে জেলার নাই্যংছড়ি উপজেলার বিছামারায় এই শিা টেকনিক্যাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।পরে প্রতিমন্ত্রী পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৩০লাখ টাকা বরাদ্দে নির্মীত উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের নতুন ভবন উদ্বোধন শেষে দুপুরে যুব উন্নয়নের সনদ ও সংযুক্তি নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে যোগ দেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন- পার্বত্য এলাকার মানুষ দেশের জন্য বোঝা নয়, সম্পদ সেটি আমরা ধীরে ধীরে প্রমাণ করছি। প্রত্যেক যুবককে ল্য রাখতে হবে দেশের জন্য কিছু করার। চিন্তা, চেতনা, মেধাকে কাজে লাগানো গেলে আগামীতে আমরা দেশকে আরো এগিয়ে নিতে পারব। তিনি আরো বলেন- স্বাধীনতার পর তিন পার্বত্য জেলায় মাত্র ৫০ কি:মিটার পাকা সড়ক ছিল। বর্তমানে তিন জেলায় পনের’শ কিঃমিটার সড়ক যোগাযোগ নির্মীত হয়েছে। হাতেগুনা ৩-৪টি শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও আজ প্রায় ৪৭৯টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ৩-৪টি হাসপাতালের স্থানে হেলথ কমিউনিটি কিনিক ছাড়া ২৫টির অধিক হাসপাতাল হয়েছে। পার্বত্য মন্ত্রণালয়ের অধীনে চলতি অর্থ বছরে ১হাজার কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও অন্যান্য ২১টি মন্ত্রাণালয়ের অধীনে তিন জেলায় প্রায় ৯ হাজার কোটি টাকার কাজ বাস্তবায়নাধীন রয়েছে বলে প্রতিমন্ত্রী অনুষ্ঠানে জানান।

সভায় জেলা আওয়ামীলীগে নেতৃবৃন্দের দেয়া বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন- ষড়যন্ত্র আমি করিনা, আমার বিরুদ্ধে কেউ করলে খবরও রাখিনা। আমার শক্তি জনগন, আমি কাজ করছি, নির্বাচনকালীন যোগ্যতা বিবেচনা করবে জনগন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী শহিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, জেলা পরিষদ সদস্য লী পদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, ক্যউচিং চাক, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম, নাই্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এস,এম সরওয়ার কামাল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাইফুদ্দিন মোঃ হাসান আলী, সদর ইউপি চেয়ারম্যন তসলিম ইকবাল চৌধুরী, পরে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ১১৬জনের মাঝে সংযুক্তি নিয়োগপত্র বিতরণ এবং অপর অনুষ্ঠানে রেড় ক্রিসেন্টের ঢেউটিন ও চেক বিতরণ করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!