ঢাকার কাউন্সিলর প্রার্থী জামাল ও অপর দু’জন ইয়াবাসহ চট্টগ্রামে গ্রেপ্তার

নগরীর সদরঘাট থানার কদমতলী ডিটি রোডে রয়েল লিভিং আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

শনিবার (২৬ অক্টোবর) তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার মইনুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন তারেক জামাল (৫৫) ও হযরত আলী (৪১)। তাদের বাসা ঢাকার গেণ্ডারিয়ায়।

এডিসি মইনুল ইসলাম বলেন, তারেক জামাল তালিকাভুক্ত মাদক কারবারি। তিনি গত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাউন্সিলর পদে নির্বাচন করেন। নির্বাচনে তিনি পরাজিত হন। তিনি মূলতঃ কাপড়ের ব্যবসা করেন। তারেক জামালের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় তিনটি মাদক মামলা আছে ।পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্যে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হযরত আলী পেশায় একজন বাবুর্চি।

এ ঘটনায় সদরঘাট থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।

এদিকে নগরীর স্টেশন রোড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪শ’ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীর নাম মোহাম্মদ শাহ। শনিবার (২৬ অক্টোবর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদ শাহ বান্দরবান জেলার নতুনপাড়া এলাকার আবদুল মালেকের ছেলে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদ শাহকে নগরীর স্টেশন রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৪শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এসবি/এইচটি/সিআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!