ডেঙ্গুতে সৌদি প্রবাসীর স্ত্রীর মৃত্যু চট্টগ্রামে

চট্টগ্রাম মিরসরাইয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নাসরিন আক্তার নামের এক সৌদি প্রবাসী স্ত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নাসরিন (৩৫) বারইয়ারহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড জামালপুর গ্রামের আবু খোন্দকার বাড়ির সৌদি আরব প্রবাসী মো. দেলোয়ার হোসেনের স্ত্রী।

বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন জানান, গত ১৭ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাসরিন আক্তার হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি দেখে প্রথমে তাকে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শরীরের কন্ডিশন আরও খারাপ হলে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরও জানান, জ্বরে আক্রান্ত হওয়ার চারদিনের মধ্যে তিনি মারা যান। ওই নারীর তিন মাস বয়সী একজনসহ দুই ছেলে, এক মেয়ে রয়েছে। শনিবার বাদ আসর তার জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

বারইয়ারহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলমগীর বলেন, ‘মাত্র চারদিনের জ্বরে আক্রান্ত হয়ে গৃহবধূ নাসরিন চলে যাওয়ায় খুব খারাপ লাগছে। তিন মাসের বাচ্চা কীভাবে বাঁচবে আল্লাহ ভালো জানেন।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!