মহানগর গোধূলীসহ ৩ ট্রেনে দুদকের অভিযান, ৫০ জনের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

দুর্নীতিতে জড়িত আরএনবি-জিআরপি সদস্যও

চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মহানগর গোধূলী এক্সপ্রেসসহ রেলওয়ে পূর্বাঞ্চলের তিনটি ট্রেনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে তারা রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) সদস্যসহ ৫০ জন রেল কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির সত্যতা পেয়েছে।

শনিবার (১৯ আগস্ট) দিনব্যাপী দুদক টিম কয়েক ভাগে এই অভিযান চালায়। মহানগর গোধূলী চাড়া অপর দুই ট্রেন হলো রংপুর এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রেলের মাঠ পর্যায়ে কর্মচারীদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি পর্যবেক্ষণে অভিযান চালায় দুদক। ট্রেনে বিভিন্ন রেল কর্মচারীর অনিয়মের ভিডিও সংগ্রহ করা হয়।

দুদকের বিশেষ টিম ট্রেনে টাকার বিনিময়ে অবৈধ যাত্রী তোলা ও বসানোর কাজে ১৫ জন এটেন্ডেন্ট, ক্যাটারিং সার্ভিসে ১০ জন, গার্ড ৩ জন, টিটিই ৫ জন, স্টেশন মাস্টার ১ জন, জিআরপির ১০ জন, আরএনবির ২ জন, পাওয়ার কার অপারেট ৩ জন ও ১ জন ট্রেন সুপারভাইজার জড়িত থাকার প্রমাণ পায়।

শনাক্ত করা এসব দুর্নীতিবাজ কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছে দুদক টিম।

এছাড়া ট্রেনে যাত্রীদের টিকিটের সঙ্গে এনআইডি নম্বর মেলানো ও যাচাই করা হয় না বলেও জানায় দুদক টিম।

চট্টগ্রাম রেলস্টেশনের স্টেশন মাস্টার জাফর আলম দুদকের অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!