ট্রেনে করে গাঁজা নিয়ে নাজিরহাট যাচ্ছিলেন রেলের গার্ড, আটক ডিবির হাতে

রেলওয়ে পূর্বাঞ্চলের গার্ড ইমরুল কায়েস। কথা ছিল তাদের সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম রেলস্টেশন থেকে নাজিরহাটগামী ট্রেন নিয়ে যাত্রার। সে অনুযায়ী আসে স্টেশনে। কিন্তু তার যাত্রা ভঙ্গ করে দিলো চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের একটি দল। ফলে ২ কেজি গাঁজা নিয়ে নাজিরহাট যাওয়া সম্ভব হলো না সঙ্গীসহ গার্ড ইমরুল কায়েসের।

রোববাদ (২৩ অক্টোবর) রেলওয়ে পূর্বাঞ্চলে গার্ড ইমরুল কায়েসের (৩৬) সঙ্গে তার মাদক ব্যবসার সহযোগী সোহেলকেও (২২) গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা বিভাগ (বন্দর ও পশ্চিম)।

চট্টগ্রাম রেলস্টেশন মাস্টার জাফর আহমেদ বলেন, ‘সন্ধ্যায় চট্টগ্রাম থেকে নাজিরহাট ট্রেন নিয়ে যাওয়ার আগে প্লাটফর্ম থেকে সাদা পোশাকের পুলিশ তাদের গ্রেপ্তার করে। 

মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রিয়াজউদ্দিন বাজারের চৈতন্য গলিতে অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ সোহেলকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী গ্রেপ্তার হন ইমরুল কায়েস।

গ্রেপ্তারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা কিনে এনে চট্টগ্রামে বিক্রি করতেন।

রেল কর্মচারী ইমরুল কায়েস খুলশী আমবাগান এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।

জেএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!