টেকনাফে সাড়ে ৪ কোটি টাকার ইয়াবাসহ ধরা দুই পাচারকারী

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দেড়লাখ পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় কেরুনতলীর ১৪ নম্বর ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল হ্নীলার জাদিমোরা এলাকার আব্দুল মোনাফের ছেলে আমির হামজা (৩৫) ও টেকনাফ অলিয়াবাদের হোসনের ছেলে আইয়ুব (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান। তিনি বলেন, ‘মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে আসার পথে বিজিবির সদস্যরা ধাওয়া করে দুই যুবককে আটক করে। তাদের সঙ্গে থাকা দুটি বস্তায় পাওয়া যায় দেড়লাখ পিস ইয়াবা। ইয়াবাগুলো আনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। এ সময় আরও দুজন পাচারকারী পালিয়ে যায় বলে জানান তিনি।’

তিনি আরও বলেন, ‘আটক দুই যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। জব্দকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় জমা রাখা হয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!