পাথরঘাটা বিস্ফোরণে নিহতদের পরিবারকে অর্থ সহায়তা দিলেন মেয়র নাছির

চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় গ্যাসলাইন বিস্ফোরণে নিহতদের পরিবারের জন্য ঘোষিত আর্থিক অনুদান হস্তান্তর করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে চসিক মিলনায়তনে ঐ দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিবারের সদস্যদের কাছে ১ লাখ টাকা তুলে দেন মেয়র। এ সময় পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন বালির পক্ষ থেকেও নিহতদের পরিবারের সদস্যদের ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

উল্লেখ্য, রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে গ্যাসলাইন বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে দুটি ভবনের দেয়ালের একাংশ ধসে পড়ে হতাহতের ঘটনা ঘটে। এতে ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়।

সে সময় আহতদের দ্রুত চিকিৎসার আওতায় আনাসহ দুর্ঘটনায় আহত ও নিহতদের সাহায্যে এগিয়ে আসেন নগরপিতা। নিহতদের লাশ দাফনসহ যাবতীয় কাজে তাৎক্ষণিক ২০ হাজার টাকার আর্থিক সহযোগিতা দেন তিনি। পরবর্তীতে নিহতদের পরিবারের সদস্যদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণাও দেন তিনি।

এআরটি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!