টিসিবির পণ্য কিনতে গিয়ে গাড়ির ধাক্কায় কৃষক নিহত মিরসরাইয়ে

চট্টগ্রামের মিরসরাইয়ে টিসিবি পণ্য কিনতে গিয়ে লরির ধাক্কায় আবুল কালাম ওরফে গুন্নি নামে এক কৃষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টায় তিনি মারা যান।

আবুল কালাম (৬৫) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ইছামতি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আতিকুর রহমান টুটুল বলেন, ‘সকাল ১১টার দিকে আবুল কালম টিসিবির পণ্য কিনতে ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদে যাওয়ার জন্য সড়ক পার হওয়ার সময় লরি ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মিরসরাই মাতৃকা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে তিনি মারা যান। তিনি চার মেয়ে ও এক ছেলের জনক।

আবুল কালামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ বলেন, ‘মঙ্গলবার ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য দেওয়া হয়েছে। মহাসড়কের ঢাকামুখি অংশের সড়ক সংস্কারের জন্য শুধুমাত্র চট্টগ্রামুখি অংশে গাড়ি চলাচল করে।’

কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি আহত হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার আগে স্বজনরা তাকে নিয়ে চলে যায়। শুনেছি আহত লোকটা হাসপাতালে মারা গেছে। এ ঘটনায় গাড়ি ও চালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!