জঙ্গি দমনে সাধারণ মানুষের সহযোগীতা চেয়েছেন পুলিশের মহাপরিদর্শক

নতুন নতুন কৌশল অবলম্বন করে সারাদেশে গুপ্ত হত্যায় মেতেছেন জঙ্গিরা। সম্প্রতি ঘটে যাওয়া সকল গুপ্ত হত্যার পেছনে জঙ্গিদের তৎপর করে দেশি বিদেশী ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করে জঙ্গি দমনে সাধারণ মানুষের সহযোগীতা চেয়েছেন পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক।

Untitled

রোববার দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইনে চট্টগ্রাম মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

এছাড়া পেট্রোলবোমা মেরে যারা ক্ষমতায় যেতে চেয়েছিল তারাই চট্টগ্রামে পুলিশ কর্মকতা বাবুল আক্তারের স্ত্রীসহ সারাদেশে গুপ্তহত্যা ঘটাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।  ক্ষমতায় যাওয়ার লোভে তারাই এখন গুপ্তহত্যা চালিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

 

যে কোনো মূল্যে এদের নির্মূল করা হবে। পুলিশের একার পক্ষে জঙ্গি নির্মূল করা সম্ভব নয়। জনগণকে সাথে নিয়ে জঙ্গিদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুললে জঙ্গি দমনে সফলতা আসবে বললেন আইজিপি।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন, নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল আলম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রহুল আমিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো.শফিকুল ইসলাম, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, প্যানেল মেয়র জোবাইদা নার্গিস খান, বিজিএমইএর প্রথম সহ সভাপতি মঈনউদ্দিন আহমেদ মিন্টু, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, স্বাচিপ নেতা ডা. আ ম ম মিনহাজুর রহমান।

 

রিপোর্ট : রাজীব সেন প্রিন্স

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!