সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিন, জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মীসহ গ্রেপ্তার ২২০

সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিনে ২২০ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘন্টার অভিযানে এদের গ্রেপ্তার করা হয়েছে।

ovijan

এর মধ্যে জামায়াত শিবিরের ১১ জন কর্মী ছাড়াও রয়েছে বিভিন্ন মামলার পলাতক আসামি। উদ্ধার করা হয় ৩ হাজার ৭ পিস ইয়াবা, ৬০৩ লিটার চোলাই মদ ও ৫০০ গ্রাম গাঁজা

 

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. রেজাউল মাসুদ গ্রেপ্তার ও উদ্ধারের বিষয়টি স্বীকার করে বলেন, এই অভিযানের মূল্য উদ্দেশ্য জঙ্গি দমন হলেও আটকদের মধ্যে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে কেউ গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তারকৃতদের যাচাই বাঁচাই চলছে বলে জানান তিনি।

 

এর আগে প্রথম দিনের সাঁড়াশি অভিযানে জেলা ও নগরীতে আটক হয়েছে ৩৭৬ জন। এদের মধ্যে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে কেউ আটক হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে আটক ৩৭৬ জনের মধ্যে জামায়াত শিবিরের ৩৫ জন সন্ত্রাসী আছে বলে জানিয়েছে পুলিশ।

 

অভিযানে ২টি রাইফেল, ২টি এলজি ও ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

রিপোর্ট : রাজীব সেন প্রিন্স

এ এস / জি এম এম /আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!