ছোট ভাইকে দাফনের ৩ ঘন্টা পরই বড় ভাইয়ের মৃত্যু—দু’জনই আওয়ামী লীগ নেতা

চট্টগ্রাম নগরীতে ছোট ভাইয়ের দাফনের তিন ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও। মারা যাওয়া দুইভাই হলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ রশিদ ও আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

জানা গেছে, গতকাল সোমবার রাতে মারা যান ছোট ভাই আব্দুর রহমান। মঙ্গলবার বিকাল দুইটার দিকে আব্দুর রহমানের জানাজা ও দাফন সেরে বাসায় ফেরার তিন ঘণ্টা পর মারা যান বড় ভাই এম এ রশিদ।

এম এ রশিদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আলকরণ ওয়ার্ড থেকে চার বারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। সোমবার (৯ নভেম্বর) রাতে আলকরণস্থ বাসভবনে মারা যান এম এ রশিদের ছোট ভাই আব্দুর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাদ জোহর নগরীর পুরাতন রেলস্টেশন চত্ত্বরে আব্দুর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ছোট ভাইয়ের জানাজায় উপস্থিত ছিলেন বড় ভাই এম এ রশিদসহ মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতারা। আব্দুর রহমানের জানাজা ও দাফন শেষে বাসায় ফেরার পর হঠাৎ অসুস্থতা অনুভব করেন তিনি। পরে বিকেল পাঁচটার দিকে মারা যান তিনি।

আব্দুর রহমানের জানাজায় অংশ নিয়েছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘গত রাতে আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান মৃত্যুবরণ করেন। দুপুরে তার জানাজা পড়লাম। জানাজায় আব্দুর রহমানের বড় ভাই এমএ রশিদও ছিলেন। জানাজা থেকে ফিরার পর বিকাল পাঁচটার দিকে তিনিও পৃথিবীর মায়া ত্যাগ করেন। মাত্র তিনঘণ্টার ব্যবধানে দুই ভাই পৃথিবীর মায়া ত্যাগ করলেন। দুজনই বাংলাদেশ আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ ও পরীক্ষীত নেতা ছিলেন। আমরা গভীরভাবে শোকাহত। ‘

এদিকে তিনঘন্টা ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যুর ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে শোক প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চসিক নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী প্রমুখ।

এআরটি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!