চেঙ্গী নদীতে শিশু ভাসতে দেখে বাঁচাতে গিয়ে যুবকেরও মৃত্যু

খাগড়াছড়ির চেঙ্গী নদীতে ডুবে দু’জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন গোসল করতে নেমে এবং অপরজন তাকে বাঁচাতে গিয়ে মারা যান।

নিহতরা হলেন আলমগীর হোসেন শামীম (১০) এবং মো. আলমগীর (২১)। শামীম পশ্চিম গঞ্জপাড়া এলাকার বাসিন্দা মাহবুব হোসেনের ছেলে। মো. আলমগীর শালবন শাপলা চত্বর এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় নির্মাণশ্রমিক।

শনিবার (৯ জুলাই) দুপুর ২টায় দিকে খাগড়াছড়ি সদরের গোলাবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম গঞ্জপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পশ্চিম গঞ্জপাড়া এলাকার মো. জহির বলেন, ‘দুপুরে চার বন্ধু মিলে চেঙ্গী নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় পানির স্রোতে ডুবে যায় আলমগীর হোসেন শামীম।’

মো. আলমগীরের স্বজন খোরশেদ আলম বলেন, ‘দুপুরের খাবার খাওয়ার সময় সেই চেঙ্গী নদীতে দেখতে এক শিশুকে (শামীম) ভেসে যেতে দেখেন আলমগীর। শিশুটিকে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেন তিনি। কিন্তু সাঁতার না জানায় ডুবে যান তিনি। প্রায় দু’ঘণ্টা পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।’

দু’জনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।          

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ বলেন, ‘পানিতে ডুবে মারা যাওয়া এক শিশুকে উদ্ধার করতে গিয়ে অপর ব্যক্তিও পানিতে তলিয়ে গিয়ে মারা যান।’

নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া অব্যাহত আছে বলে জানান তিনি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!