চান্দগাঁওয়ে রেস্টুরেন্ট কর্মচারী খুনের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরি মেরে রেস্টুরেন্ট কর্মচারী খুনের ঘটনার মূলহোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার আসামির নাম মো. সাইফুল (৩৮)।

সোমবার (২৫ মার্চ) ভোরে চান্দগাঁওয়ের স্বাধীনতা টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭।

র‌্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, ঘটনার মূল মদদদাতা এবং হামিরচর এলাকার গডফাদার মো. সাইফুল চান্দগাঁও থানার স্বাধীনতা টাওয়ারে লুকিয়ে ছিল। এমন গোপন পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন সাইফুল। আসামির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ১৩ মার্চ মধ্যরাতে রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ ইকবালের সঙ্গে বাবুল মিয়া নামের স্থানীয় এক যুবকের কথা কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে বাবুলের অনুসারীরা সাইফুলের নেতৃত্বে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ইকবালের রেস্টুরেন্টে হামলা চালায়। এ সময় রেস্টুরেন্টের কর্মচারীরা বাধা দিলে তাদের বেধড়ক মারধর করা হয়।

হামলাকারীদের আঘাতে রেস্টুরেন্টে কর্মরত ৮ জন কর্মচারী গুরুতর আহত হয়। পরে সংবাদ পেয়ে চান্দগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় এবং ঘটনার সাথে জড়িত দুই আসামিকে আটক করে।

পরের দিন আহতদের মধ্যে মোহাম্মদ রিয়াদ (২৬) নামের রেস্টুরেন্ট কর্মচারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত রিয়াদ রিভারভিউ রেস্টুরেন্টের ব্যবস্থাপক পদে র্কমরত ছিলেন। ওই ঘটনায় নগরের চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন রেস্টুরেন্ট মালিক মোহাম্মদ ইকবাল।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!