এপেক্সের নকল লোগো লাগিয়ে জুতা বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে

ঈদ উপলক্ষে প্রতিটি মার্কেট ও শপিং মলে বাড়ছে ক্রেতার ভিড়। আর এ সুযোগে দামি ব্র্যান্ডের নকল লোগো লাগিয়ে জুতা বিক্রি করছে চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের কিছু অসাধু ব্যবসায়ী। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়েছে এমন অনিয়ম।

এপেক্স ব্র্যান্ডের নকল লোগো লাগিয়ে জুতা বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) নগরের নিউ মার্কেট এলাকার রিয়াজউদ্দিন বাজারের নূপুর মার্কেটে এই অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান জানান, দামি ব্র্যান্ডের লোগো হুবহু নকল করে অনুমোদনহীন পণ্য বাজারজাত করা হচ্ছিল। এজন্য একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি এ ধরনের নকল পণ্যের বিরুদ্ধে আরও জোরালো অভিযান চালানো হবে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!