চট্টগ্রাম কলেজ ছাত্রাবাসের আড্ডায় বাধা দিয়ে মার খেলেন প্রহরী

অভিযোগ ছাত্রলীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে

চট্টগ্রাম কলেজের সোহরাওয়ার্দী ছাত্রাবাসে ঢুকতে বাধা দেওয়ায় ইসমাইল নামের এক প্রহরীকে মারধর করেছে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারীরা।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় সোহরাওয়ার্দী ছাত্রাবাসের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে আগে থেকেই বন্ধ ছিল সোহরাওয়ার্দী ছাত্রাবাস। এছাড়া সম্প্রতি সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনার পর থেকে দেশের সকল কলেজের ছাত্রাবাস বন্ধের নির্দেশ দেওয়া হয়। সরকারি নির্দেশনা থাকার পরও চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাস মল্লিক সবুজের অনুসারীরা প্রভাব খাটিয়ে আড্ডা দেওয়ার জন্য সোহরাওয়ার্দী ছাত্রাবাসে প্রবেশ করতে চাইলে প্রহরী ইসমাইল বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সাধারণ সম্পাদকের অনুসারীরা তাকে মারধর করে। মারধরের বিষয়টি কাউকে না বলতে প্রহরীকে হুমকিও দেওয়া হয়। একপর্যায়ে তারা প্রহরীর চাকরি খেয়ে ফেলারও হুমকি দেয়।

এ বিষয়ে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাস মল্লিক সবুজ বলেন, ‘আপনাকে (প্রতিবেদক) যে নেতা ফোন দিয়ে বিষয়টি জানিয়েছে সে ভিত্তিহীন তথ্য দিচ্ছে।’

কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘মাহমুদুল করিমের ছেলেরা নোংরা রাজনীতি করে। তার ছেলেরা মসজিদের জিনিসপত্র চুরি করেছে। মাহমুদুল করিমও নোংরা রাজনীতি করে। আমি তার মতো নোংরা রাজনীতি প্র্যাকটিস করি না। আপনি খবর নিয়ে দেখতে পারেন তার মসজিদে গিয়ে অনুসারীদের চুরির ভিডিও ফুটেজ কলেজ প্রশাসনের কাছে আছে।’

এ বিষয়ে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, ‘আমি এই ধরনের একটা ঘটনা শুনেছি। সরকারের নির্দেশ থাকার পরেও ছাত্রাবাসে প্রবেশের চেষ্টা বা প্রবেশ করে যারা দারোয়ানকে মারধর করেছে তারা ছাত্রলীগের কেউ হতে পারে না। যদি ছাত্রলীগের কেউ হতো তাহলে সরকারের নিয়মনীতি না মেনে এ ধরনের ঘটনা ঘটাতে পারতো না। কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে তাদের শাস্তির আওতায় আনতে হবে।’

এ বিষয়ে জানতে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মুজিবুল হক চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।

চকবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিয়াজ উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমি এসব বিষয়ে কিছু জানি না। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।’

আনোয়ার/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!