চট্টগ্রামে ‘‌বাংলা সাহিত্যে বৌদ্ধ অবদান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সেন্টার অব এক্সেলেন্স ইন বুড্ডিস্ট স্টাডিজ উদ্যোগে ‘বাংলা সাহিত্যে বৌদ্ধ অবদানশীর্ষক সেমিনার শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় বৌদ্ধ মন্দির সড়কস্থ একেখান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ড. আনোয়ারা আলম। সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. বিকিরন প্রসাদ বড়ুয়া।

সভায় বাংলা সাহিত্যে বৌদ্ধ অবদানের উপর প্রবন্ধ উপাস্থাপন করেন সাহিত্যশ্রী অধ্যাপক শিশির বড়ুয়া। আশির্বাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক অধ্যপক বনশ্রী মহাথের। আলোচক ছিলেন সীতাকুণ্ড লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ-গবেষক শিমুল বড়ুয়া। সেন্টারের সাংস্কৃতিক সম্পাদিকা সঞ্চিতা বড়ুয়া ও অর্থ সম্পাদক শ্যামল বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সেন্টারের মহাসচিব প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ এবং মঙ্গলাচরণে অংশগ্রহণ করেন ভদন্ত বুদ্ধশ্রী ভিক্ষু।

উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন পুষ্পিতা বড়ুয়া। সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব বোধিমিত্র মহাথেরকে ‘সদ্ধর্মশাসনরত্ন’, সড়ক ও জনপদ দপ্তরের প্রাক্তন অতিরিক্ত প্রধান প্রকৌশলী জ্যোতি বিকাশ বড়ুয়াকে ‘সদ্ধর্মকীর্তিসারথী’ উপাধী প্রদান করা হয়। এছাড়া আবুরখীল নিবাসী শিক্ষিকা সবিতা রানী বড়ুয়াকে ‘রত্নগর্ভা মা’ এবং ফটিকছড়ি নিবাসী উপাসিকা সাধনা বড়ুয়াকে ‘রত্নগর্ভা মা’ উপাধী এবং তীর্থসুধাকর জাপান বড়ুয়াকে ‘সার্টিফিকেট অব এপ্রিসিয়েশন’, লায়ন লোকপ্রিয় বড়ুয়াকে ‘সার্টিফিকেট অব মেরিট’ এবং অধ্যাপক বিপ্লব বড়ুয়াকে ‘সার্টিফিকেট অব এক্সেলেন্স’ অভিধায় সম্মানিত করা হয়।

এতে ৩ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্র প্রজ্ঞাত বড়ুয়া, হিমাদ্রী বিকাশ বড়ুয়া ও সুজয় বড়ুয়া ডনেলকে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে প্রফেসর ড. দীপঙ্কর শ্রীজ্ঞান বড়ুয়া, অধ্যক্ষ দীপক তালুকদার, প্রণবরাজ বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, দীপন কান্তি বড়ুয়া, শ্যামল বড়ুয়া, লায়ন গৌতম বড়ুয়া, চম্পাকলি বড়ুয়া, সনত কুমার বড়ুয়া, শ্যামল চৌধুরী প্রমুখ।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!