চট্টগ্রামে সরকার বিরোধী ঝটিকা মিছিল থেকে ৪ শিবির সমর্থক আটক

চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশন এলাকায় ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। ওই মিছিলে ধাওয়া দিয়ে ৪ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

শুক্রবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে ষোলশহর রেলস্টেশন থেকে মুরাদপুরের দিকে যাচ্ছিল। এ সময় পাঁচলাইশ থানার টহলরত পুলিশ মিছিলের পিছন থেকে ধাওয়া দেয়। মিছিলটি ছত্রভঙ্গ হয়ে গেলে একপর্যায়ে তারা বিভিন্ন গলি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ৪ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ফাহিম (২১), বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা শিক্ষার্থী তারেক আহমদ (১৮), কাজেম আলী কলেজ শিক্ষার্থী তৌহিদুল ইসলাম (১৮), মহসিন কলেজের শিক্ষার্থী মোহাম্মদ নূরুল ইসলাম পারভেজ (২২)।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার বলেন, ‘আটক হওয়া সবাই ছাত্রশিবিরের সমর্থক। সকালে ঝটিকা মিছিল বের করেছিল তারা। পেছন থেকে ধাওয়া দিয়ে ৪ জনকে আটক করা হয়। তারা সরকার বিরোধী মিছিল করছিলো।’

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!