চট্টগ্রামে সপ্তাহব্যাপী চলবে হাম-রুবেলা ক্যাম্পেইন, টিকা শুরু আজ থেকে

১৯ লাখ ৫৯ হাজার শিশু পাবে হাম-রুবেলার টিকা

চট্টগ্রাম জেলা ও নগরীতে হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০ এর আওতায় শিশুদের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) থেকে এ কর্মসূচি শুরু হয়। এবার ১৯ লাখ ৫৯ হাজার শিশুকে টিকা দেওয়া হবে।

১২ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ছয় সপ্তাহব্যাপী নয় মাস থেকে ১০ বছরের কম বয়সী শিশুদের এ টিকা দেওয়া হবে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রাম জেলার ১৪ উপজেলার মোট ৪ হাজার ৮৪৩টি কেন্দ্রে ১২ লক্ষ ৭ হাজার ১৪৮ জন শিশুকে টিকা দেওয়া হবে। এছাড়া নগরীর ৪১টি ওয়ার্ডের সকল স্থায়ী-অস্থায়ী কেন্দ্রে ৭ লাখ ৫২ হাজার ৫৬৪ জন শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা।

তিনি আরও জানান, যে সকল শিশু ইতোপূর্বে হাম-রুবেলার টিকা গ্রহণ করেছে সে সকল শিশুদেরকেও ক্যাম্পেইন চলাকালে এক ডোজ টিকা অতিরিক্ত হিসেবে নিতে হবে। প্রতিটি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিশুদের টিকা প্রদান করা হবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী জানান, নগরীর ৯ মাস থেকে ৫ বছরের কম বয়সী তিন লাখ ১ হাজার ২৬ জন শিশুকে এবং ৫ বছর থেকে ১০ বছরের চার লাখ ৫১ হাজার ৫৩৮ শিশু এক ডোজ করে টিকা পাবে।

প্রসঙ্গত, হাম সাধারণত আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা অন্যদের মধ্যে হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। শিশু ছাড়াও যে কোনো বয়সে হাম হতে পারে। রুবেলা রোগের জীবাণু প্রধানত বাতাসের সাহায্যে শ্বাসতন্ত্রের মাধ্যমে সুস্থ শরীরে প্রবেশ করে আক্রান্ত করে।

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!