চট্টগ্রামে ভোটের সরঞ্জামের বাসে আগুন, অল্পের জন্য বাঁচলেন চালক

অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

চট্টগ্রামে নির্বাচনী সরঞ্জাম বহনকারী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে শুধুমাত্র চালক ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তিনি দ্রুত গাড়ি থেকে নেমে পড়েন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (৬ জানুয়ারি) রাতে নগরীর চান্দগাঁওয়ের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, নির্বাচনী কাজে ব্যবহারের জন্য পুলিশের রিক্যুইজিশন করা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। বাসটি নগরীর ৬ নম্বর রুটে চলাচল করে। গাড়িটি কালুরঘাট বিসিক শিল্প এলাকার মাবিয়া রশিদিয়া টেকনিক্যাল স্কুল কেন্দ্রের সামনে পার্কিং করা ছিল। পুলিশ এবং নির্বাচনে কাজে নিয়োজিতরা এটি এনেছিল। বাসটিতে করে কেন্দ্রের নির্বাচনের সরঞ্জাম আনা হয়।

কালুরঘাট ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, নির্বাচনী সরঞ্জাম নামিয়ে দিয়ে বাসটি পার্কিংয়ে দাঁড়ানো ছিল। ওইসময় কে বা কারা বাসে আগুন দিয়ে দ্রুত সটকে পড়ে। ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই বাসে শুধু চালক ছিলেন। তিনি দ্রুত গাড়ি থেকে নেমে পড়েন।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!