চট্টগ্রামে ইংরেজি সাইনবোর্ডে লাল কালি দিয়ে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ

ইংরেজিতে লেখা সাইনবোর্ডে লাল কালি, রং দিয়ে প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা। জানুয়ারির মধ্যে এসব সাইনবোর্ড অপসারণ না করলে সাইনবোর্ডগুলো ভেঙ্গে ফেলার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এছাড়া বাংলা সাইনবোর্ড নিশ্চিত করতে প্রশাসনকে অনুরোধও জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।

শনিবার (১৯ ডিসেম্বর) নগরের কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজার জুবিলি রোড এলাকায় জলসা মার্কেটের বাটা শো-রুমের ইংরেজি সাইনবোর্ড, নিউমার্কেট এলাকার বাটা, বার্জার পেইন্টসহ বিভিন্ন মোবাইল ফোনের শো-রুমের সাইনবোর্ডে লাল কালি লেপ্টে দেন মুক্তিযোদ্ধারা।

এ সময় হ্যান্ড মাইকে জানুয়ারির আগে এসব সাইনবোর্ডে ইংরেজির বদলে বাংলা লেখার অনুরোধ জানিয়ে মুক্তিযোদ্ধারা বলেন, না হলে পরের বার এসব সাইনবোর্ড ভেঙে দেওয়া হবে।

বাংলায় সাইনবোর্ড লাগানো বাধ্যতামূলক জানিয়ে এটি বাস্তবায়নে প্রশাসনকে তৎপর হওয়ার আহ্বানও জানান তারা।

কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ডের মোজাফফর আহমদ, মুক্তিযোদ্ধা গবেষক ডা. মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা আ জ ম সাদেক, সাধন চন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সুজয় চৌধুরী, মশিউর রহমান খান, ডা. আরকে রুবেল, আরফাতুল মান্নান ঝিনুক, জয়নুদ্দিন আহমদ, নিজামউদ্দিন আহমদ প্রমুখ।

এআরটি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!