বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল অটোরিক্সা, ৬ মাসের শিশুসহ আহত ৪

চট্টগ্রামের আনোয়ারায় বাস ও সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে শিশুসহ চারজন আহত হয়েছেন। শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় পিএবি মহাসড়কের শোলকাটা কালবিবি দীঘির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুইজনের নামপরিচয় পাওয়া গেছে। তারা হল সাতকানিয়ার জহিরুল (৪২) ও তার শিশু মোহাম্মদ জিসান (৬ মাস)।

স্থানীয়রা জানান, উপজেলার শোলকাটা রাস্তার মাথার এলাকায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরমুখী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিক্সার সংঘর্ষ হলে দুমড়ে মুচড়ে যায় সিএনজি। এ সময় আহতদের স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত এক চিকিৎসক জানান, পিএবি সড়কের শোলকাটা এলাকায় বাস-অটোরিক্সা সংঘর্ষের ঘটনায় আহত চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন। আহতদের মধ্যে ৬ মাসের একটি শিশুও ছিলো।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, পিএবি সড়কে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান, তবে দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। এ ব্যাপারে এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!